গুয়াবারিতে বুনো হাতির আক্ৰমণে নিহত ১ গ্ৰামবাসী

গুয়াবারিতে বুনো হাতির আক্ৰমণে নিহত ১ গ্ৰামবাসী
Published on

তামুলপুরঃ বাকসা জেলার ভুটান সীমান্ত ঘেঁষা গুয়াবারিতে বুনো হাতির হামলায় প্ৰাণ হারান একজন ব্যক্তি। মৃত ব্যক্তিটিকে লক্ষীন্দর বর্মন(৫৪)নামে শনাক্ত করা হয়েছে। এই ঘটনায় গ্ৰামে আতঙ্ক বিরাজ করছে। স্থানীয় মানুষের মতে,সম্প্ৰতি খাদ্যের খোঁজে নেমে আসা একপাল বুনো হাতি গুয়াবারি গ্ৰামে ঢুকে ত্ৰাস সৃষ্টি করে। হাতির ভয়ে গ্ৰামের মানুষ ঘর ছেড়ে নিরাপদ আস্তানায় পালিয়ে যান। গ্ৰামের কিছু মানুষ হাতি তাড়াতে লেগে পড়েন। ওই সময় একটি হাতি পাল্টা তেড়ে এলে লোকজন ছুটে পালান। কিন্তু লক্ষীন্দর মাটিতে পড়ে যান। হাতিটি তাঁকে পিষে মারে।

logo
Sentinel Assam- Bengali
bengali.sentinelassam.com