গুয়াহাটিতে গ্ৰেপ্তার জাল মুদ্ৰা চক্ৰের নাটের গুরু

গুয়াহাটিতে গ্ৰেপ্তার জাল মুদ্ৰা চক্ৰের নাটের গুরু
Published on

গুয়াহাটিঃ জাতীয় তদন্তকারী সংস্থা(এনআইএ)দেশে জাল ভারতীয় মুদ্ৰা চক্ৰের নাটের গুরু হিসেবে চিহ্নিত আকবর আলিকে গুয়াহাটি থেকে গ্ৰেপ্তার করেছে। কামরূপ জেলার বাসিন্দা আলি সীমান্তপার থেকে জাল ভারতীয় মুদ্ৰা সংগ্ৰহ করে সেগুলো বেঙ্গালুরুতে ছড়িয়ে দেওয়ার সঙ্গে জড়িত বলে অভিযোগ রয়েছে। ২০১৫ সালে এনআইএ-র হায়দরাবাদ কার্যালয় আলিকে গ্ৰেপ্তার করার জন্য ইতিপূর্বে ২৫ হাজার টাকার একটি পুরস্কার ঘোষণা করেছিল। নিয়ার একটি দল বৃহস্পতিবার কামরূপ জেলার গরৈমারি থেকে আলিকে গ্ৰ্ৰেপ্তার করতে সক্ষম হয়।

‘তদন্তে উল্লেখ করা হয়েছিল যে আলি ২০০৭ এ অসম থেকে বেঙ্গালুরুতে এসেছিল এবং একটি ফুলের দোকানে কাজ করছিল। হাকিম নামে আরও এক অভিযুক্তর সঙ্গে সে জাল মুদ্ৰার ব্যবসা শুরু করে। হাকিম সম্পর্কে আলির কাকু। উচ্চ মানের জাল মুদ্ৰার পাচার ও তা ছড়িয়ে দিতে আলি একটি গ্যাংও গঠন করেছিল।

logo
Sentinel Assam- Bengali
bengali.sentinelassam.com