Begin typing your search above and press return to search.

গুয়াহাটিতে জমি বন্টন,১৫০০ আবেদন ‘সন্দেহজনক’

গুয়াহাটিতে জমি বন্টন,১৫০০ আবেদন ‘সন্দেহজনক’

Sentinel Digital DeskBy : Sentinel Digital Desk

  |  10 Nov 2018 11:02 AM GMT

গুয়াহাটিঃ গুয়াহাটি মহানগরীতে প্ৰকৃত স্থানীয় সুবিধাভোগীদের জমির পাট্টা বিতরণ প্ৰক্ৰিয়া মাঝপথে থমকে দাঁড়ায়,কামরূপ(মহানগর)প্ৰশাসন ব্যাপক পরিমাণ ‘সন্দেহজনক আবেদনপত্ৰ’ চিহ্নিত করায়। আবেদনপত্ৰগুলি ফের পরীক্ষা নিরীক্ষার কাজ শেষ না হওয়া পর্যন্ত বর্তমানের এই প্ৰক্ৰিয়া আটকে রাখা হয়। সূত্ৰটি শুক্ৰবার সেন্টিনেলকে বলেছে,‘জমির পাট্টার জন্য দাখিল করা প্ৰায় ১৫০০টি আবেদনে গোলোযোগ থাকার অভিযোগ পাওয়া গেছে’।

কামরূপ মহানগর প্ৰশাসন,আবেদনকারীদের আবেদনগুলি পুনঃপরীক্ষার সময় দেখতে পেয়েছে শহরে জমির পাট্টার জন্য আবেদনকারী ১৫০০টি আবেদনের ৭০ শতাংশই ন্যা্য্য নয়। প্ৰশাসনের নজরে এটাও এসেছে যে প্ৰকৃত আবেদনকারীদের নাম নেই এরবদলে যারা আবেদনের যোগ্য নন তাদের নামই পাওয়া গেছে। এখনও পর্যন্ত মাত্ৰ ২৩৩ আবেদন যথার্থ বলে গৃহীত হয়েছে।

জমির পাট্টা পাওয়ার জন্য আবেদন জানানোর প্ৰক্ৰিয়া হচ্ছে প্ৰথমত পাট্টার জন্য কামরূপ জেলা প্ৰশাসনের কাছে আবেদন জানাতে হবে। জেলা প্ৰশাসন ওই আবেদনগুলি প্ৰাথমিকভাবে পরীক্ষা করে এজাতীয় ফাইল রাজস্ব ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের কাছে পাঠাবে এবং ওখানেই বিষয়টি নিয়ে পুঙ্খানুপুঙ্খ পরীক্ষা করা হবে। এরপরই ওই বিভাগ তাদের সুপারিশ জানিয়ে ফাইল ফেরত পাঠাবে জেলা প্ৰশাসনের কাছে।

সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তা ও আধিকারিকরা আবেদনের সত্যতা যাচাই করতে আবেদনকারীর উপস্থিতিতে আবেদনে উল্লেখ করা স্থানে ফিল্ড সার্ভে করবেন। উল্লেখ্য,রাজ্য সরকার রাজ্যের অন্যান্য স্থানে ভূমিহীন স্থানীয় মানুষকে জমির পাট্টা দেওয়ার কাজ ইতিমধ্যেই শুরু করেছে।

Next Story
সংবাদ শিরোনাম