গুয়াহাটিঃ টাটা ট্ৰাস্টের চেয়ারম্যান প্ৰখ্যাত শিল্পপতি রতন টাটা রবিবার সন্ধ্যায় মহানগরের একটি অভিজাত হোটেলে নর্থ ইস্ট স্মল ফাইন্যান্স ব্যাংক লিমিটেড-এর উদ্বোধন করলেন। এটি হবে উত্তর পূর্বের প্ৰথম ক্ষুদ্ৰ ব্যাংক। অনুষ্ঠানে রতন টাটা বলেন,ক্ষুদ্ৰ উদ্যোগী ও ব্যবসায়ীদের ঋণ পাওয়ার ক্ষেত্ৰে যথেষ্ট অসুবিধার মুখে পড়তে হয়। এ ধরনের উদ্যোগীদের সাহায্যে এই ব্যাংক একটা বড় পদক্ষেপ বলে তিনি মন্তব্য করেন। মাইক্ৰো ফাইন্যান্স সংস্থা থেকে পরিবর্তিত হয়ে উত্তর পূর্বাঞ্চলে ক্ষুদ্ৰ ব্যাংক হিসেবে কাজ করবে এটি।
গুয়াহাটিতে নর্থ ইস্ট স্মল ফাইন্যান্স ব্যাংক উদ্বোধন করলেন টাটা

Next Story