গুয়াহাটিতে শুরু হলো উত্তরপূর্ব গ্ৰন্থমেলা

সবে শীতের হিমেল হাওয়া একটু একটু করে বইতে শুরু করেছে,এমনই একটা পরিবেশ বই ফেলার জন্য প্ৰশস্ত। তাই সেদিকে লক্ষ্য রেখেই গুয়াহাটির চাঁদমারি স্থিত আসাম ইঞ্জিনিয়ারিং ইন্সটিটিউটের খেলার মাঠে ৯ নভেম্বর থেকে ১২ দিনের কর্মসূচিতে শুরু হলো উত্তর পূর্ব বইমেলা। ২০ নভেম্বর অবধি চলবে বইমেলায় বেচা-কেনা। গত বছরের মতো এবারও নতুন নতুন বহু গ্ৰন্থের সম্ভার নিয়ে বইমেলার অংশ নিয়েছে সারা অসম গ্ৰন্থ প্ৰকাশক ও বিক্ৰেতা সংস্থা।
গতকাল বইমেলা উদ্বোধন করেন সাহিত্য অ্যাকাডেমি পুরস্কার জয়ী বিশিষ্ট সাহিত্যিক ইয়েছে দরজে ইংচি। উদ্বোধনী ভাষণে তিনি বলেন,বইয়ের মৃত্যু নেই। বই সবসময়ই অজেয়,অমর। বৈদ্যুতিন মাধ্যমের ব্যাপক প্ৰচার,প্ৰসার সত্ত্বেও গ্ৰন্থের চাহিদায় এতটুকুও আঁচ লাগেনি।
সভায় বিশিষ্ট সাংবাদিক কনকসেন ডেকা পুথি প্ৰকাশক ও বিক্ৰেতা সংস্থাকে হতাশ না হয়ে নতুন নতুন চিন্তা ভাবনার মাধ্যমে গ্ৰন্থ সমূহ নব প্ৰজন্ম ও মানুষের মাঝে তুলে ধরার আহ্বান জানান।
পুঁথি প্ৰকাশক ও বিক্ৰেতা সংস্থার সভাপতি অজিত কুমার বর্মনের সভাপতিত্বে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে মুখ্যমন্ত্ৰী সর্বানন্দ সোনোয়াল,বিশিষ্ট সাংবাদিক কনকসেন ডেকা,আসুর উপদেষ্টা সমুজ্জ্বল কুমার ভট্টাচার্য প্ৰমুখ অংশগ্ৰহণ করেন। দেশের বহু প্ৰতিষ্ঠিত গ্ৰন্থ প্ৰতিষ্ঠান তাদের গ্ৰন্থ সভার নিয়ে উত্তরপূর্ব বইমেলায় অংশ নিয়েছে।