গুয়াহাটিতে ২.৫০ কুইন্টেল আম বাজেয়াপ্ত

গুয়াহাটিতে ২.৫০ কুইন্টেল আম বাজেয়াপ্ত
Published on

গুয়াহাটিঃ খাদ্য সুরক্ষা বিভাগের কর্মীরা বুধবার গুয়াহাটি আদাবাড়ির বেশকটি গুদামে হানা দিয়ে ২.৫০ কুইন্টেল আম বাজেয়াপ্ত করে সেগুলি নষ্ট করে ফেলে। ব্যবসায়ীরা ক্যালসিয়াম কার্বাইড দিয়ে আমগুলো কৃত্ৰিমভাবে পাকিয়েছিল। গত সপ্তাহে ফ্যান্সিবাজার থেকে ১২.৫০ কুইন্টেল আম বাজেয়াপ্ত করা হয়েছিল।

logo
Sentinel Assam- Bengali
bengali.sentinelassam.com