গুয়াহাটির অশ্বক্লান্তের কাছে ব্ৰহ্মপুত্ৰে ৪০ জন যাত্ৰী সহ নৌকো ডুবি

গুয়াহাটির অশ্বক্লান্তের কাছে ব্ৰহ্মপুত্ৰে ৪০ জন যাত্ৰী সহ নৌকো ডুবি
Published on

গুয়াহাটিঃ উত্তর গুয়াহাটির অশ্বক্লান্ত মন্দিরের কাছে আজ ৪০ জন যাত্ৰী সহ ব্ৰহ্মপুত্ৰে নৌকো ডুবির এক মর্মান্তিক ঘটনা ঘটে। প্ৰাথমিক রিপোর্টে জানা গেছে,এপর্যন্ত ১২ জন ব্যক্তিকে উদ্ধার করা হয়েছে। এসডিআরএফ এবং স্থানীয় জেলেরা নদীতে ডুবে যাওয়া ব্যক্তিদের খোঁজে তল্লাশি অভিযান চালিয়ে যাচ্ছে। এসডিআরএফ-এর কর্মীরা জানান,দেশী নৌকোটি জিআইসিএ-র নির্মীয়মাণ একটি পিলারে ধাক্কা লেগে নদীতে উল্টে যায়।

নিচে ভিডিও ছবি দেখুন:

[embed]https://www.youtube.com/watch?v=yofcLW_3rPM&feature=youtu.be[/embed]

logo
Sentinel Assam- Bengali
bengali.sentinelassam.com