গুয়াহাটির এলজিবিআই বিমান বন্দরে আত্মঘাতী সিআইএসএফ জওয়ান

গুয়াহাটির এলজিবিআই বিমান বন্দরে আত্মঘাতী সিআইএসএফ জওয়ান
Published on

গুয়াহাটিঃ সেন্ট্ৰাল ইন্ডাস্ট্ৰিয়াল সিকিউরিটি ফোর্সের(সিআইএসএফ)একজন জওয়ান আজ গুয়াহাটির লোকপ্ৰিয় গোপীনাথ বরদলৈ বিমানবন্দরে গুলি চালিয়ে আত্মহত্যা করেছেন বলে জানা গেছে। এব্যাপারে আজারা থানার ওসি অশোক দত্তর সঙ্গে যোগাযোগ করা হলে টেলিফোনে তিনি সেন্টিনেল ডিজিটেলকে ঘটনাটি নিশ্চিত করেন।

দত্ত আরও বলেছেন,বেলা আড়াইয়ে নাগাদ ঘটনাটি ঘটে। আত্মঘাতী সিআইএসএফ জওয়ানের মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

মৃত সিআইএসএফ জওয়ানকে সুরেন্দ্ৰ কুমার সিং নামে শনাক্ত করা হয়েছে। জওয়ানটি হরিয়ানার বাসিন্দা। খবরে প্ৰকাশ,কর্তব্যে থাকা অবস্থায়ই জওয়ানটি নিজের সার্ভিস রাইফেল দিয়ে গুলি চালিয়ে আত্মহত্যা করে। ঘটনার খবর পেয়েই আজারা পুলিশ অকুস্থলে ছুটে যায়। এই ঘটনা বিমান যাত্ৰীদের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি করেছে।

logo
Sentinel Assam- Bengali
bengali.sentinelassam.com