গুয়াহাটিতে দূষণ বেড়ে যাওয়ার সমস্যা নিয়ে কেন্দ্ৰীয় সরকারও উদ্বিগ্ন। অসমের সাংসদ ভুবনেশ্বর বরুয়ার গত ২৩ জুলাই রাজ্যসভায় তোলা এক প্ৰশ্নের জবাবে একথা বলেন কেন্দ্ৰীয় বন,পরিবেশ,আবহাওয়া পরিবর্তন বিভাগের মন্ত্ৰী হর্ষ বর্ধন। সংসদে বর্ধন বলেন,গুয়াহাটি শহরের মধ্য দিয়ে বয়ে যাওয়া ব্ৰহ্মপুত্ৰ,অন্যান্য শাখা নদীগুলিকে দূষিত হিসেবে চিহ্নিত করা হয়েছে। গুয়াহাটি ও আশপাশ অঞ্চলে দূষণ বৃদ্ধি স্বাস্থ্যরক্ষার ক্ষেত্ৰে বিপজ্জনক হয়ে উঠেছে। এব্যাপারে কী প্ৰতিকারমূলক ব্যবস্থা গ্ৰহণ করা হয়েছে কলিতা তা জানতে চাইলে বর্ধন বলেন,অসম দূষণ নিয়ন্ত্ৰণ বোর্ড,গুয়াহাটি পুর নিগমের কমিশনারকে প্ৰয়োজনীয় নির্দেশ দেওয়া হয়েছে।
Begin typing your search above and press return to search.