Begin typing your search above and press return to search.

গুয়াহাটির ধস প্ৰবণ এলাকার ৩০০ বাড়ি ফাঁকা করতে নোটিশ দিচ্ছে এএসডিএমএ

গুয়াহাটির ধস প্ৰবণ এলাকার ৩০০ বাড়ি ফাঁকা করতে নোটিশ দিচ্ছে এএসডিএমএ

Sentinel Digital DeskBy : Sentinel Digital Desk

  |  1 Sep 2018 10:04 AM GMT

গুয়াহাটিঃ গুয়াহাটি মহানগরীর বিভিন্ন ধস প্ৰবণ এলাকায় থাকা কমপক্ষেও ৩০০টি বাড়ির মালিককে খুব শিগগিরই নোটিশ ইস্যু করছে অসম রাজ্যে দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ(এএসডিএমএ)। প্ৰাকৃতিক দুর্যোগের মুখ থেকে বাড়িগুলির মানুষজনের প্ৰাণ বাঁচাতেই এই নোটিশ ইস্যু করা হচ্ছে।

খারঘুলিতে প্ৰাক্তন মুখ্যমন্ত্ৰী প্ৰফুল্ল কুমার মহন্তের বাড়ির কাছে বড় ধরনের ভূমিস্খলনের পরই এএসডিএমএ সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে নোটিশ ইস্যু করার সিদ্ধান্ত নেয় বলে শুক্ৰবার উল্লেখ করেছে। খারঘুলিতে ওই ধসের ঘটনার প্ৰেক্ষিতে জনৈক ঋতুরাজ গোস্বামীর বাড়িটি পাহাড় চূড়ায় ঝুলে আছে। তাই এএসডিএমএ ইতিমধ্যেই গোস্বামীকে নোটিশ ইস্যু করেছে।

এদিকে,ওই এলাকায় ২৫ বছরের একটি পুরনো বহুতল বাড়ির সঙ্গে সংযুক্ত সমস্ত বিদ্যুতের তার বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে। দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ পরিস্থিতির দিকে তীক্ষ্ণ নজর রেখে চলেছে।

Next Story
সংবাদ শিরোনাম