Begin typing your search above and press return to search.
গুয়াহাটির পাঞ্জাবাড়িতে হাতির হানা,মহিলা আক্ৰান্ত

গুয়াহাটিঃ মহানগরী গুয়াহাটির পাঞ্জাবাড়ি এলাকার বাগরবারিতে শুক্ৰবার সকালে একটি বুনো হাতি ত্ৰাস সৃষ্টি করে। হাতিটি ওই এলাকায় ঢুকে বেশকিছু প্ৰাচীর ও গেট ইত্যাদি গুড়িয়ে দেয়। কাবেরী শইকিয়া বরা নামের একজন মহিলা হাতির আক্ৰমণে আহত হন। প্ৰাতঃভ্ৰমণে বেরনোর পর হাতিটি তাঁকে আক্ৰমণ করে। বর্তমানে তিনি শহরের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন। পরে খবর পেয়ে বন বিভাগের কর্মীরা ছুটে এসে হাতিটিকে আমচাং সংরক্ষিত বনাঞ্চলে পাঠাতে সক্ষম হন।
Next Story