গুয়াহাটির প্ৰাক্তন মেয়র আবির পাত্ৰ চলে গেলেন

গুয়াহাটির প্ৰাক্তন মেয়র আবির পাত্ৰ চলে গেলেন
Published on

গুয়াহাটিঃ গুয়াহাটির প্ৰাক্তন মেয়র আবির পাত্ৰ শুক্ৰবার সকালে শহরের একটি হাসপাতালে মারা গেছেন। গত কয়েকদিন ধরে চিকিৎসাধীন ছিলেন তিনি। ২০১৩-১৬ অবধি তিনি গুয়াহাটির মেয়রের দায়িত্ব পালন করেছেন। প্ৰদেশ কংগ্ৰেস কমিটি এদিন রাজীব ভবনে তাঁর প্ৰতি শ্ৰদ্ধা জানায়।

logo
Sentinel Assam- Bengali
bengali.sentinelassam.com