গুয়াহাটির ফ্যান্সিবাজারে লাচিত দিবসের বিশেষ অনুষ্ঠান

গুয়াহাটির ফ্যান্সিবাজারে লাচিত দিবসের বিশেষ অনুষ্ঠান
Published on

অসম সরকারের সাংস্কৃতিক সঞ্চালকালয়ের উদ্যোগে আজ গুয়াহাটির ফ্যান্সিবাজারে লাচিত দিবসের বিশেষ অনুষ্ঠান আয়োজন করা হয়। অনুষ্ঠানে মুখ্যমন্ত্ৰী সর্বানন্দ সোনোয়াল বীর লাচিত বরফুকনের প্ৰতি শ্ৰদ্ধা নিবেদন করেন।

ব্ৰহ্মপুত্ৰের বালুচরে আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিক্ষামন্ত্ৰী সিদ্ধার্থ ভট্টাচার্য,মুখ্যমন্ত্ৰীর আইন উপদেষ্টা শান্তনু ভরালি,পুলিশ প্ৰধান কুলধর শইকিয়া,বিশিষ্ট লেখিকা এলি আহমেদ প্ৰমুখ।

logo
Sentinel Assam- Bengali
bengali.sentinelassam.com