নির্মাণ কাজের জন্য পাইপলাইনের ক্ষতি হওয়ায় গত দুদিন ধরে গুয়াহাটির বিভিন্ন এলাকায় জলসংকট দেখা দিয়েছিল। তবে পাইপলাইন মেরামতির কাজ শেষ হওয়ায় শুক্ৰবার থেকে নিয়মিত জল পাবে শহরের বাসিন্দারা। গুয়াহাটি পুর নিগম(জিএমসি)এই আশ্বাস দিয়েছে। পাইপ মেরামত হওয়ায় লাচিতনগর,গুয়াহাটি ক্লাব,শরনিয়া,রাজগড়,গান্ধী বস্তি এলাকায় শুক্ৰবার থেকে নিয়মিত জল সরবরাহ করা হবে বলে জিএমসি কর্তৃপক্ষ জানিয়েছেন।
গুয়াহাটির বাসিন্দারা শুক্ৰবার থেকে নিয়মিত জল পাবেন,আশ্বাস জিএমসির

Next Story