Begin typing your search above and press return to search.

গুয়াহাটির রাজ্য চিড়িয়াখানায় এলো নতুন পশু,পাখি

গুয়াহাটির রাজ্য চিড়িয়াখানায় এলো নতুন পশু,পাখি

Sentinel Digital DeskBy : Sentinel Digital Desk

  |  20 March 2019 12:56 PM GMT

গুয়াহাটিঃ গুয়াহাটির রাজ্য চিড়িয়াখানায় এখন থেকে বেশকিছু নতুন পশু,পাখি দেখা যাবে। রাজ্য চিড়িয়াখানা তথা বোটানিক্যাল গার্ডেন কানপুর চিড়িয়াখানা কর্তৃপক্ষের সঙ্গে বিনিময় কর্মসূচির মাধ্যমে ৩২টি পশু ও পাখি গুয়াহাটি চিড়িয়াখানায় এনেছে। এই বিনিময় কর্মসূচি গুয়াহাটি চিড়িয়াখানার আকর্ষণ বাড়াতে সহায়ক হবে বলে মনে করা হচ্ছে। সচরাচর দেখা যায় না এমন কিছু পশু-পাখি এবার রাজ্য চিড়িয়াখানায় দেখতে পাবেন দর্শকরা।

গুয়াহাটি চিড়িয়াখানায় যে সব নতুন পশু,পাখি আনা হয়েছে তার মধ্যে আছে দুটো উট পাখি,দুটো ইমুস,৮টি কুমীর,২০টি কোকাটিয়েলস। বিনিময়ে গুয়াহাটি চিড়িয়াখানার তরফ থেকে কানপুর জুকে দেওয়া হয়েছে দুটো পেলিকান,চার শিংওয়ালা দুটো অ্যান্টিলোপস ও চারটি সাংহাই হরিণ।

পশু-পাখিগুলি ট্ৰেনে করে মঙ্গলবার এখানে আনা হয়েছে এবং খুব শিগগিরই এগুলো দর্শকদের সামনে উপস্থাপন করা হবে।

Next Story
সংবাদ শিরোনাম