অসম প্ৰদেশ কংগ্ৰেস কমিটি(এপিসিসি)আজ কেন্দ্ৰীয় তদন্ত ব্যুরোর(সিবিআই)গুয়াহাটি কার্যালয় ঘেরাও করে। বিরোধী দল কংগ্ৰেস অভিযোগ করেছে সিবিআই প্ৰধান অলোক বার্মাকে জোর করে ছুটিতে যেতে বাধ্য করিয়ে প্ৰধানমন্ত্ৰী নরেন্দ্ৰ মোদি অসাংবিধানিক কাজ করেছেন।
কেন্দ্ৰীয় তদন্ত ব্যুরো(সিবিআই)যেহেতু দেশের শীর্ষ তদন্তকারী সংস্থা,সেইহেতু সিবিআই-এর অপব্যবহার বা সংস্থাটির প্ৰতি বিরূপ আচরণ কোনও ভাবেই বরদাস্ত করা হবে না-বলেছে অসম প্ৰদেশ কংগ্ৰেস।
আজকের এই প্ৰতিবাদ সমাবেশে প্ৰদেশ কংগ্ৰেস নেতা দেবব্ৰত শইকিয়া,রিপুন বরা,ববিতা শর্মা,অকন বরা এবং অন্যান্য অনেককেই অগ্ৰণী ভূমিকা নিতে দেখা গিয়েছে। কংগ্ৰেসের তরফে আরও দাবি করা হয়েছে যে কোনও রকম নীতি নিয়ম না মেনেই সিবিআই-এর নতুন ডিরেক্টর হিসেবে এম নাগেশ্বর রাওকে নিয়োগ করা হয়েছে।
রাজ্যের প্ৰাক্তন মুখ্যমন্ত্ৰী তরুণ গগৈ বলেছেন,‘মোদি নেতৃত্বাধীন সরকার সিবিআইকে অপব্যবহার করছে। এতে বিজেপি-র মুখোশ খুলে গিয়েছে’। গগৈ বিজেপির সমালোচনা করে অভিযোগ করেন,ওদের হাতে অর্থ বল রয়েছে এবং এর মাধ্যমেই তারা রাজ্যে পঞ্চায়েত নির্বাচনে লড়বে।
মাঝরাতে সিবিআই কর্তাকে ছুটিতে যাওয়ার বিষয় নিয়ে প্ৰশ্ন তুলেছে বিরোধী দলটি। রাফালে বিমান ক্ৰয় চুক্তি নিয়ে তদন্তে আগ্ৰহ দেখানোর জন্য বার্মাকে তড়িঘড়ি নির্বাসনে পাঠানো হলো। ওদিকে ছুটিতে পাঠানো অলোক বার্মা বলেছেন তাকে যেভাবে সরানো হয়েছে তা অত্যন্ত অযৌক্তিক,অবৈধ,অসাংবিধানিক ও অপরাধমূলক।
এদিকে সুপ্ৰিমকোর্ট আজ আদালতের একজন বিচারপতির তদারকিতে দশ দিনের মধ্যে বিষয়টি তদন্ত করতে সিভিসিকে নির্দেশ দিয়েছে। এম নাগেশ্বর রাওকে নিয়মিত কাজগুলি চালিয়ে যেতে বলা হয়েছে। সিবিআই-র দ্বারা তদন্তকারী অফিসার পাল্টানোর বিষয়টি আগামি ১২ নভেম্ভব বন্ধ খামে শীর্ষ আদালতে পেশ করা হবে।