Begin typing your search above and press return to search.

গুয়াহাটি কমার্স কলেজের সুনাম ধরে রাখল প্ৰতীক্ষা,মৃত্তিকা

গুয়াহাটি কমার্স কলেজের সুনাম ধরে রাখল প্ৰতীক্ষা,মৃত্তিকা

Sentinel Digital DeskBy : Sentinel Digital Desk

  |  1 Jun 2018 5:39 PM GMT

গুয়াহাটিঃ এইচএস পরীক্ষার বাণিজ্য শাখায় গুয়াহাটি কমার্স কলেজ তাদের সুনাম ধরে রেখেছে। কলেজের দুই প্ৰতিশ্ৰুতিময়ী ছাত্ৰী প্ৰতীক্ষা বাচ্যাস ও মৃত্তিকা নাথ ক্ৰমে নবম ও দশম স্থান অর্জন করে কলেজর গৌরব অক্ষুণ্ণ রাখতে সফল হন। প্ৰতীক্ষা পেয়েছেন ৪৫৭ নম্বর ও মৃত্তিকা ৪৫৬।

Next Story
সংবাদ শিরোনাম