গুয়াহাটি কেন্দ্ৰে এগিয়ে কংগ্ৰেস প্ৰার্থী ববিতা শর্মা

গুয়াহাটি কেন্দ্ৰে এগিয়ে কংগ্ৰেস প্ৰার্থী ববিতা শর্মা
Published on

গুয়াহাটি কেন্দ্ৰে দুপুর প্ৰায় ১২ টা পর্যন্ত ভোট গণনায় কংগ্ৰেস প্ৰার্থী ববিতা শর্মা তাঁর নিকটতম প্ৰতিদ্বন্দ্বী বিজেপির কুইন ওজা থেকে এগিয়ে রয়েছেন। ববিতা ১,১৬,৮৮৮টি ভোট পেয়েছেন এখন পর্যন্ত। কুইন ওজা ১,০৭,৪৬১টি ভোট পেয়ে পিছিয়ে রয়েছেন। তবে উভয়ের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই চলছে।

logo
Sentinel Assam- Bengali
bengali.sentinelassam.com