গুয়াহাটি কেন্দ্ৰে কুইন,ববিতার কঠিন লড়াই,গুরুত্বপূর্ণ ভূমিকা নেবেন একজন পুরুষ প্ৰার্থী

গুয়াহাটিঃ মর্যাদাসম্পন্ন গুয়াহাটি লোকসভা কেন্দ্ৰের নির্বাচনে এবার দুই মহিলা প্ৰার্থীর মধ্যে কঠিন লড়াই হবে। এই কেন্দ্ৰে একজন পুরুষ প্ৰার্থীও যে গুরুত্বপূর্ব ভূমিকা নেবেন তা বিলক্ষণ আঁচ করা যাচ্ছে। গুয়াহাটি সংসদীয় আসনে লড়াইয়ের ময়দানে রয়েছেন ১৭ জন প্ৰার্থী। নির্বাচন হচ্ছে আগামি ২৩ এপ্ৰিল।
যে ১৭ জন প্ৰার্থী গুয়াহাটি আসনে ভোটে লড়ছেন তাঁরা হলেন কুইন ওজা(বিজেপি),ববিতা শর্মা(ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্ৰেস),মনোজ শর্মা(অল ইন্ডিয়া তৃণমূল কংগ্ৰেস),অভিজিৎ চক্ৰবর্তী(ভারতীয় গণ পরিষদ),সাদেক আলি(রিপাবলিকান পার্টি অফ ইন্ডিয়া),পঙ্কজ দাস(স্বৰ্ণ ভারত পার্টি),পার্থ প্ৰতিম বরুয়া(ভোটার্স পার্টি ইন্টারন্যাশনাল),মামনি শর্মা(পূর্বাঞ্চল জনতা পার্টি-সেকুলার),রাজীব কাকতি(হিন্দুস্তান নির্মাণ দল),রাতুল শর্মা চৌধুরী(সমাজবাদী পার্টি),রুবি নিয়োগ(ইন্ডিয়ান রিপাবলিকান কংগ্ৰেস),উপমণ্যু হাজরিকা(নির্দল),উৎপল বরগোঁহাই(নির্দল),জুনমনি দেবী খাউন্ড(নির্দল),ফারুক আহমেদ ভুঁইয়া(নির্দল),শঙ্খ সিনহা(নির্দল)এবং আলিমুদ্দিন আহমেদ(নির্দল)।
নির্বাচনী চালচিত্ৰে তদারকির সঙ্গে ঘনিষ্ঠভাবে জড়িত বিশেষজ্ঞরা বলেছেন,গুয়াহাটি কেন্দ্ৰে বিজেপি-র কুইন ওজা ও কংগ্ৰেসের ববিতা শর্মার মধ্যে মূল লড়াই সীমাবদ্ধ থাকবে যদিও নির্দল প্ৰার্থী উপমণ্যু হাজরিকা দুই মহিলার লড়াইয়ের মাঝে যে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবেন সেটা অবধারিত। হাজরিকা সুপ্ৰিমকোর্টের একজন বরিষ্ঠ আইনজীবী। অবৈধ বাংলাদেশি অনুপ্ৰবেশের বিরুদ্ধে তিনি একাই আন্দোলন জোরদার করে তুলেছেন। এনআরসি নবায়ন এবং নাগরিকত্ব সংশোধনী বিল ২০১৯(ক্যাব)-এর বিরোধিতায় আওয়াজ তুলেছেন তিনি।
হাজরিকা বলেছেন,যদি তিনি ভোটে জেতেন তাহলে অসমকে বাংলাদেশি মুক্ত করতে দিল্লি,দিশপুরকে তিনি বাধ্য করাবেন। স্থানীয় ভূমিপুত্ৰদের অধিকার রক্ষায় পৃথক আইন প্ৰণয়ণ এবং সেইসঙ্গে ক্যাব রদের ব্যবস্থা করবেন। নির্বাচনী বিশেষজ্ঞদের মতে,ক্যাব বিরোধী ভূমিপুত্ৰদের ভোটের মোটা ভাগই তার ঝুলিতে পড়তে পারে। হাজরিকা অবশ্য বলেছেন,তিনি নিজের জয় সম্পর্কে খুবই আশাবাদী। কারণ গুরুত্বপূর্ণ ইস্যুতে স্থানীয় ভূমিপুত্ৰরা রাজনৈতিক দলগুলির দুমুখো নীতি বুঝে গেছেন।
অন্যদিকে বিজেপি এবং কংগ্ৰেস উভয় দল নির্বাচনে জয়ের ব্যাপারে খুবই আস্থাশীল।
‘নরেন্দ্ৰ মোদিকে আরও একবার প্ৰধানমন্ত্ৰী পদে বসাতে মানুষ বিজেপিকে ভোট দেবেন। গত পাঁচ বছরে মোদি সরকার অসমের উন্নয়নে যে উল্লেখযোগ্য কাজ করেছে সেটাও ভোটারদের বিচার্য বিষয় হবে। উন্নয়নের ধারা অব্যাহত রাখতে বিজেপিকে ভোট দেওয়া ছাড়া বিকল্প পথ নেই’-দ্য সেন্টিনেলকে বলেন কুইন ওজা। নব্বইয়ের দশকে ওজা গুয়াহাটির মেয়র ছিলেন। ওজা বলেন,নির্বাচিত হলে পানীয় জলের সংকট মোচনে অগ্ৰাধিকার দেবেন তিনি।
ওদিকে কংগ্ৰেস প্ৰার্থী ববিতা শর্মা এই সংবাদপত্ৰের প্ৰতিনিধিকে বলেছেন,গুয়াহাটির ভোটাররা শিক্ষিত এবং রাজনৈতিকভাবে সচেতন। ২০১৪-নির্বাচনে বিজেপি সে মিথ্যে প্ৰতিশ্ৰুতি দিয়েছিল তা তারা দেখছেন। তাই তারা তাদের বহুমূল্য ভোট কংগ্ৰেসকেই দেবেন-বলেন ববিতা।
গুয়াহাটি লোকসভা আসনের আওতায় ১০টি বিধানসভা কেন্দ্ৰ রয়েছে। এগুলি হলো দুধনৈ(এসটি),বকো(এসটি),ছয়গাঁও,পলাশবাড়ি,হাজো,জালুকবাড়ি,দিশপুর,গুয়াহাটি পূর্ব,গুয়াহাটি পশ্চিম এবং বরক্ষেত্ৰি।
গুয়াহাটি কেন্দ্ৰে ভোটার রয়েছেন ২১৯৯১১১২ জন। এরমধ্যে পুরষ ১১২৩৫১২৯ এবং মহিলা ভোটার ১০৭৫৫৪৯২ জন। তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ৪৯১ জন। ২০১৪-র লোকসভা নির্বাচনে বিজেপি-র বিজয়া চক্ৰবর্তী কংগ্ৰেস প্ৰার্থী মানস বরাকে ৩১৫৭৮৪ ভোটের ব্যবধানে হারিয়েছিলেন।