গুয়াহাটি কেন্দ্ৰে বিজেপি প্ৰার্থী কুইন ওজা শেষ হাসি হাসলেন

গুয়াহাটি কেন্দ্ৰে বিজেপি প্ৰার্থী কুইন ওজা শেষ হাসি হাসলেন
Published on

গুয়াহাটি কেন্দ্ৰে কংগ্ৰেস প্ৰার্থী ববিতা শর্মা ভোট গণনায় প্ৰথম দিকে অনেকটা এগিয়ে গিয়েও শেষ পর্যন্ত হার মানলেন বিজেপি প্ৰার্থী কুইন ওজার কাছে। ওজা পেয়েছেন ৮,২৮,৫৪৪টি ভোট। ববিতা ভোট পান ৫,৬৮,৯৯৩টি। প্ৰায় আড়াই লক্ষ ভোটের ব্যবধানে জয়ী হন ওজা।

logo
Sentinel Assam- Bengali
bengali.sentinelassam.com