
গুয়াহাটিঃ সরকারি রেলওয়ে পুলিশ(জিআরপি)বেআইনি মাদক দ্ৰব্য বয়ে নেওয়ার দায়ে গুয়াহাটি রেলস্টেশন থেকে দুই ব্যক্তিকে গ্ৰেপ্তার করেছে। গুয়াহাটি রেল স্টেশনের দুই নম্বর প্ল্যাটফর্ম থেকে এদের গ্ৰেপ্তার করা হয়। ধৃতদের মণিপুর ইস্টের বাসিন্দা রেহানা খুলপাম এবং অসমের নলবাড়ি অঞ্চলের মহম্মদ বাবুল আলি বলে শনাক্ত করা হয়েছে। এরা কলকাতা থেকে শরাইঘাট এক্সপ্ৰেস গুয়াহাটি এসেছিল।
জিআরপি এদের হেফাজত থেকে ১,০২,০০০টি এসপিএম-পিআরএক্স এবং ৭,৫০০টি নিট্ৰাজেপাম ট্যাবলেট বাজেয়াপ্ত করেছে। তিনটি ব্যাগে পুরে এই নেশাজাতীয় ওষুধগুলি এনেছিল ওই দুই ব্যক্তি। এব্যাপারে একটি মামলা(নং ৩১৪/২০১৮ ইউ/এস ২২(সি)/২৯ এনডিপিএস অ্যাক্ট)নথিভুক্ত করা হয়েছে।