গুয়াহাটি-লামডিং রেললাইন বৈদ্যুতিকরণের শিলান্যাস

গুয়াহাটিঃ ‘রেলওয়ে লাইন বৈদ্যুতিকরণ হলে আমদানিকৃত ডিজেলের ওপর দেশের নির্ভরতা কমবে। তাছাড়া ডিজেল আমদানি করার জন্য ব্যাপকহারে বিদেশি মুদ্ৰা বেরিয়ে যাচ্ছে। রেললাইন বৈদ্যুতিকরণ হলে তা দেশকে স্বনির্ভর করে তুলতে সাহায্য করার পাশাপাশি তুলনামূলকভাবে দূষণও হ্ৰাস পাবে। এনএফ রেলের গুয়াহাটি-লামডিং সেকশনে রেললাইন বৈদ্যুতিকরণের শিলান্যাস ও গুয়াহাটি স্টেশন নবায়ন উপলক্ষে বুধবার আয়োজিত অনুষ্ঠানে একথা বলেন রেল প্ৰতিমন্ত্ৰী রাজেন গোঁহাই।
১৮০ কিলোমিটার দীর্ঘ গুয়াহাটি-লামডিং সেকশনে লাইন বৈদ্যুতিকরণ প্ৰকল্প বাবদ আনুমানিক ২৪৩ কোটি টাকা ব্যয় হবে। মন্ত্ৰী এদিন আরও বলেন,নিউ বঙাইগাঁও-গুয়াহাটি সেকশনে লাইন বৈদ্যুতিকরণের কাজ অনেকটা এগিয়েছে এবং আশা করা হচ্ছে আগামি বছরের শেষাশেষি এই প্ৰকল্পের কাজ সম্পূর্ণ হয়ে যাবে। তিনি বলেন,ডিব্ৰুগড়ে বগিবিল সেতুর কাজ ৯৮ শতাংশ সম্পূর্ণ হয়েছে। আগামি ডিসেম্বরে প্ৰধানমন্ত্ৰী নরেন্দ্ৰ মোদি সেতুটি উদ্বোধন করবেন। গুয়াহাটি রেলওয়ে স্টেশনে একটা ডিজিটাল রেল মিউজিয়াম স্থাপনের প্ৰস্তাবটি বর্তমানে রেল মন্ত্ৰকের বিবেচনাধীন রয়েছে-জানান গোঁহাই। বলেন,পর্যটক সংখ্যা বাড়াতে দেশের রেল মানচিত্ৰ কাজিরঙা জাতীয় উদ্যানকে সরাসরি জুড়তে চাইছে তাঁর মন্ত্ৰক।