Begin typing your search above and press return to search.

গোঁহাই ও অন্যান্য ৪ জন বর্তমান সাংসদ বিজেপির টিকিট থেকে বঞ্চিত

গোঁহাই ও অন্যান্য ৪ জন বর্তমান সাংসদ বিজেপির টিকিট থেকে বঞ্চিত

Sentinel Digital DeskBy : Sentinel Digital Desk

  |  27 March 2019 9:50 AM GMT

গুয়াহাটিঃ সব জল্পনা কল্পনার ইতি টেনে বিজেপির কেন্দ্ৰীয় নির্বাচন কমিটি বর্তমান সাংসদ তথা রেল প্ৰতিমন্ত্ৰী রাজেন গোঁহাইর স্থলে রূপক শর্মাকেই নগাঁও কেন্দ্ৰের দলীয় প্ৰার্থীর টিকিট ইস্যু করলো। গৌহাটি হাইকোর্ট গোঁহাইর বিরুদ্ধে চলা মামলাটি খারিজ করে দেওয়ার পর সোমবার পর্যন্ত গোঁহাই দলীয় টিকিট পাবেন বলে আশা করা হয়েছিল। কিন্তু দলের কেন্দ্ৰীয় নেতৃত্ব শেষপর্যন্ত নগাঁও কেন্দ্ৰে রূপক শর্মার নাম প্ৰার্থী হিসেবে ঘোষণা করায় তা গোঁহাই ও তাঁর সমর্থকদের জন্য একটা বড় রাজনৈতিক আঘাত বলে মনে করা হচ্ছে। গোঁহাই ১৯৯৯ সাল থেকে নগাঁও কেন্দ্ৰের প্ৰতিনিধিত্ব করে আসছেন। ওদিকে শর্মা নগাঁওয়ের বিধায়ক হিসেবে কাজ করেছেন। গোঁহাইর চেয়ে বয়সেও অনেক ছোট তিনি।

আসন্ন লোকসভা নির্বাচনের দৌড় থেকে এবার বাদ পড়লেন গোঁহাই। এই নিয়ে মোট পাঁচজন সাংসদকে দলীয় টিকিট থেকে বঞ্চিত করলো বিজেপি। বাদপড়া দলীয় সাংসদদের মধ্যে প্ৰচণ্ড ক্ষোভের সৃষ্টি হয়েছে। তেজপুরের সাংসদ রামপ্ৰসাদ শর্মা দলীয় টিকিট থেকে বঞ্চিত হয়ে ইতিমধ্যেই দলে ইস্তফা দিয়েছেন। শর্মা চাইছেন বিক্ষুব্ধ সিনিয়র বিজেপি নেতাদের নিতে নতুন দল গঠন করতে। শর্মার স্থলে তেজপুর কেন্দ্ৰে বিজেপি এবার পল্লবলোচন দাসকে প্ৰার্থী করেছে। ওদিকে যোরহাটের সাংসদ কামাখ্যা প্ৰসাদ তাসাকে বাদ দিয়ে এবার বিজেপি ওই কেন্দ্ৰে প্ৰার্থী করেছে বিদ্যুৎমন্ত্ৰী তপন কুমার গগৈকে। গুয়াহাটি কেন্দ্ৰের বর্তমান বিজেপি সাংসদ বিজয়া চক্ৰবর্তীর বদলে কুইন ওজাকে এই কেন্দ্ৰে লড়ার টিকিট দিয়েছে দল। ওই কেন্দ্ৰে প্ৰার্থী করেছে তরুণ দলীয় নেতা দিলীপ শইকিয়াকে।

মঙ্গলদৈয়ে বর্তমান সাংসদ রমেন ডেকাকে বাদ দিয়ে তাঁর স্থলে তরুণ দলীয় নেতা দিলীপ শইকিয়াকে প্ৰার্থী করেছে বিজেপি। বর্তমান সাংসদদের বাদ দিয়ে বিজেপি এবার নতুনদের লোকসভা নির্বাচনে প্ৰার্থী করার পেছনে দলের একটা নতুন কৌশল রয়েছে বলে মনে করা হচ্ছে। তবে তপন গগৈ,পল্লবলোচন দাস ও রূপক শর্মা যদি এই নির্বাচনে জয়ী হন তাহলে রাজ্যে উপনির্বাচন অবশ্যম্ভাবী হয়ে পড়বে। কারণ এরা তিনজনই বিধায়ক। সোনোয়াল মন্ত্ৰিসভার আরও এক মন্ত্ৰী প্ৰমীলারানি ব্ৰহ্ম বিপিএফ প্ৰার্থী হিসেবে কোকরাঝাড় কেন্দ্ৰ থেকে প্ৰতিদ্বন্দ্বিতায় অবতীর্ণ হয়েছেন।

Next Story
সংবাদ শিরোনাম