
টংলাঃ ভারত-ভুটান সীমান্ত এলাকা এবং অরুণাচল প্ৰদেশে গত কয়েকদিনের লাগাতার বৃষ্টিতে জিয়া ভরলীর শাখা গোলন্দি নদীতে প্ৰবল জলস্ফীতি দেখা দেয়। নদীর কূল ছাপানো জল ওদালগুড়ি জেলায় রীতিমতো ত্ৰাসের সৃষ্টি করেছে। জেলার নিম্নাঞ্চলগুলি এখন জলের তলায়। গোলন্দির জলে ভাসছে ওদালগুড়ি রাজস্ব সার্কলের বোটাবারি,কাহিবারি,পুরনী থানা,কঠালগুড়ি,ডাংডুপুর গ্ৰাম। গোলন্দি গেটের স্ল্যুইচ গেটের কাছে নবনির্মিত একটি বাঁধে ফাটল ধরেছে জলের ঝাপটায়। ওদালগুড়ির কাছে পুরনী থানা এলাকায় আনন্দি চৌহান(৫০)নামের একটি মহিলা ভেসে গেছেন স্ৰোতের টানে। মহিলাটির কোনও হদিশ এখনও খুঁজে পাওয়া যায়নি।