
গোলাঘাটঃ গোলাঘাটের নোরাগাঁও ও ঢেকিয়াল এলাকার আধলিচুকে গত কিছুদিন ধরে ত্ৰাস সৃষ্টি করে আসা দুটো চিতা বাঘ অবশেষে খাঁচাবন্দি হলো। বন কর্মীরা বুধবার সকালে স্থানীয় মানুষের সহযোগিতায় চিতা দুটিকে খাঁচাবন্দি করতে সফল হন। চিতা দুটির ত্ৰাসে ওই অঞ্চলের মানুষ আতঙ্কে দিন কাটাচ্ছিলেন। স্থানীয় লোকেরা চিতার আক্ৰমণ থেকে বাঁচতে বন বিভাগকে খবর দেন। এরপরই বন কর্মীরা নোরাগাঁও ও ঢেকিয়ালে দুটি খাঁচা পেতে রাখেন। অবশেষে বুধবার সকালে দুটো চিতাই খাঁচায় আটকা পড়ে। বাঘ দেখতে উৎসুকি মানুষ ভিড় জমান ওই এলাকায়। পরে বন কর্মীরা চিতা দুটিকে নামবর সংরক্ষিত বনাঞ্চলে ছেড়ে দেন।