গোলাঘাটে ঢালাও হারে বন ও নদী সম্পদ ধ্বংসের অভিযোগ

গোলাঘাটঃ গোলাঘাট জেলায় ব্যাপক হারে বন ও নদী সম্পদ ধ্বংস করা হচ্ছে। বন বিভাগের কিছু অসাধু কর্মকর্তা ও বন মাফিয়ারা বন ও নদী সম্পদ উজাড়ের ঘটনায় জড়িত বলে অভি্যোগ উঠেছে। কালিয়ানি এবং দৈগ্ৰাং নদী থেকে অবৈধভাবে বালি ও পাথর তোলার ফলে নদী তীরবর্তী এলাকা ও আশাপাশ অঞ্চলে রীতিমতো হুমকির সৃষ্টি করেছে।
সচেতন নাগরিকরা অভি্যোগ করেছেন,গোলাঘাট ডিভিশনের বকিয়াল ফরেস্টের বিট অফিসারের তদারকিতে কালিয়নি নদীতে ব্যাপক ধ্বংস যজ্ঞ চলছে। এই নদীটি বগামাটি,হাউতলি গাঁও,বুরাহোহাইখাট,বকিয়াল এবং মিরিপথার হয়ে বয়ে যাচ্ছে। প্ৰতিদিন নদীগুলি থেকে শতাধিক ট্ৰাক ও ডাম্পার বালি এবং পাথর বয়ে নিয়ে যাচ্ছে। আরও অভি্যোগ করা হয়েছে যে বন মাফিয়ারা বন কর্তাদের নাকের ডগা দিয়ে নদীর বুক থেকে বালি ও পাথর সংগ্ৰহ করে তা ট্ৰাক ও ডাম্পারে অন্যত্ৰ পাচার করছে। এরফলে নদীর স্বাভাবিক গতি পরিবর্তনের লক্ষণ দেখা দিয়েছে। বন কর্তাদের সঙ্গে এই সব বন মাফিয়ার অশুভ আঁতাত থাকারও অভি্যোগ উঠেছে। এভাবেই জেলায় নিত্যদিন চলছে বনজ সম্পদের ধ্বংসলীলা। মাফিয়ারা সরকারকে কোনও কর না দিয়ে অবৈধভাবে বালি ও পাথরের ব্যবসা চালিয়ে যাচ্ছে।
বিভিন্ন সংগঠন এই সব অসাধু কার্যকলাপের বিরুদ্ধে প্ৰতিবাদ জানানো সত্ত্বেও সংশ্লিষ্ট বিভাগটি নদী সম্পদ ধ্বংস রুখতে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। গোলাঘাটের সচেতন মানুষ বন ও নদী সম্পদ ধ্বংসকারীদের বিরুদ্ধে অবিলম্বে কঠোর ব্যবস্থা গ্ৰহণ করতে বন বিভাগের কাছে আর্জি জানিয়েছেন।