Begin typing your search above and press return to search.

গোলাঘাটে নামঘরের বিল্ডিং নির্মাণে আর্থিক নয়ছয়ের অভিযোগ,তদন্তে সিআইডি

গোলাঘাটে নামঘরের বিল্ডিং নির্মাণে আর্থিক নয়ছয়ের অভিযোগ,তদন্তে সিআইডি

Sentinel Digital DeskBy : Sentinel Digital Desk

  |  24 July 2018 6:18 PM GMT

গোলাঘাটের আটখেলিয়া নামঘরের বিল্ডিং নির্মাণ সম্পর্কিত নথিপত্ৰ পরীক্ষার জন্য ৩ সদস্যের একটি সিআইডি দল সোমবার গোলাঘাটে এসে পৌঁছেছেন।নামঘরের নতুন বিল্ডি নির্মাণের নামে ২ কোটিরও বেশি টাকা নয়ছয়ের অভিযোগ রয়েছে। সিবিআই দলের নেতৃত্বে রয়েছেন ইন্সপেক্টর শুভরাম মোরাং ও সাব-ইন্সপেক্টর ভোলারাম টেরং। মোরাং সাংবাদিকদের বলেন, পিডব্লিউডি-র বিল্ডিং বিভাগ যেসব নথি পেশ করেছিল সেগুলি খতিয়ে দেখা হয়েছে। বিল্ডিং নির্মাণে খরচ দেখানো হয়েছে ২ কোটিরও বেশি টাকা।যদি নয়ছয় ধরা পড়ে তাহলে অভিযুক্ত ব্যক্তিকে ছেড়ে দেওয়া হবে না।

Next Story
সংবাদ শিরোনাম