গোলাঘাটে প্ৰধানমন্ত্ৰীর কুশপুতুল পোড়াল চুটিয়া ছাত্ৰ সংস্থা

গোলাঘাটে প্ৰধানমন্ত্ৰীর কুশপুতুল পোড়াল চুটিয়া ছাত্ৰ সংস্থা
Published on

গোলাঘাটঃ চুটিয়া ছাত্ৰ সংস্থার গোলাঘাট শাখা বুধবার শহরের বেজবরুয়া পয়েন্টে প্ৰধানমন্ত্ৰীর কুশপুতুল পোড়ায়। সংস্থা বলেছে,ক্ষমতায় আসার আগে বিজেপি কথা দিয়েছিল,অবৈধ বাংলাদেশিদের অসম ছাড়তে হবে। ক্ষমতা পেয়ে মোদি ওই আশ্বাস ভুলে গেছেন। নাগরিক বিল নিয়ে সরকারের প্ৰয়াসের নিন্দা করেছে তাঁরা।

logo
Sentinel Assam- Bengali
bengali.sentinelassam.com