গোয়েলের বাজেটকে জনমুখী বললেন সর্বানন্দ

গুয়াহাটিঃ কেন্দ্ৰীয় অর্থ দপ্তরের ভারপ্ৰাপ্ত মন্ত্ৰী পীযূষ গোয়েল শুক্ৰবার সংসদে ২০১৯-২০-র যে অন্তর্বর্তী বাজেট পেশ করেছেন তার প্ৰসংসা করলেন রাজ্যের মুখ্যমন্ত্ৰী সর্বানন্দ সোনোয়াল। তিনি এই বাজেটকে গরিব,মহিলা ও কৃষক সমর্থক বলে বর্ণনা করেন। বাজেট দেশের উন্নয়নের গতি ক্ষিপ্ৰতর করবে বলে মত ব্যক্ত করে মুখ্যমন্ত্ৰী বলেন,জনমুখী এই বাজেট দেশের সব শ্ৰেণির মানুষের উন্নয়নের হার বৃদ্ধিতে সহায়ক হবে। তিনি আরও বলেন,এবারের বাজেট প্ৰস্তাবে উত্তর পূর্বাঞ্চলের জন্য ৫৮,১৬৬ কোটি টাকা বরাদ্দ ধার্য করা হয়েছে,যা এই অঞ্চলের বিকাশ ত্বরান্বিত করতে সাহায্য করবে। গত বছরের তুলনায় উত্তর পূর্বাঞ্চলের জন্য বরাদ্দের হার ২১ শতাংশের বেশি বৃদ্ধি করা হয়েছে।
বাজেট ব্যবস্থার প্ৰ্তি স্বাগত জানিয়ে সোনোয়াল বলেন,বাজেটে কৃষকদের জন্য আর্থিক প্যাকেজ দেওয়ার প্ৰস্তাব রেখেছেন গোয়েল। প্ৰধানমন্ত্ৰী কিষান সম্মান স্কিমের অধীনে দু হেক্টর পর্যন্ত জমির মালিক কৃষকরা বছরে ৬ হাজার করে টাকা পাবেন। এই টাকা সরাসরি কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে জমা পড়বে। এই স্কিমের জন্য ৭৫ হাজার কোটি টাকা বরাদ্দ ধার্য হয়েছে বাজেটে। বছরে ৫লক্ষ টাকা আয়কারী ব্যক্তিগত করদাতাদের কর সম্পূর্ণ ছাড় দিয়ে গোয়েল ওই শ্ৰেণির মানুষকে স্বস্তির বার্তা শুনিয়েছেন। এক্ষেত্ৰে পূর্বের ২.৫ লক্ষ টাকা থেকে বাড়িয়ে কর ছাড়ের পরিমাণ ৫ লক্ষ টাকায় বৃদ্ধি করা হয়েছে। আর্থিক ক্ষেত্ৰে দুর্বল উচ্চ শ্ৰেণির জন্য ১০ শতাংশ সংরক্ষণের ব্যাপারে সরকারের প্ৰতিশ্ৰুতির কথা বাজেটে ফের উল্লেখ করেছেন গোয়েল। অন্তর্বর্তী বাজেটে সৌভাগ্য যোজনার অধীনে সব গরিবদের জন্য আবাস গৃহ ও বিদ্যুৎ সংযোগ দেওয়ার প্ৰস্তাবে এই শ্ৰেণির মানুষ কিছুটা স্বস্তি পাবেন।