নয়াদিল্লিঃ নতুন দিল্লি থেকে পাটনার উদ্দেশে আকাশে ওড়ার পর একটি বিমানে আজ যাত্ৰীদের মধ্যে আতঙ্ক চরমে ওঠে। একজন বিমান যাত্ৰীর ভুলের মাশুল দেওয়া থেকে বেঁচে যান দেড়শজন আরোহী। ভয়ঙ্কর দুর্ঘটনাও এড়ানো সম্ভব হয় বিমানের অন্যান্য যাত্ৰীদের চিৎকারে। ঘটনাটি ঘটে গো-এয়ার-এর একটি বিমানে। ওই একজন বিমানযাত্ৰী ভুল করে বিমানের টয়লেট দরজার পরিবর্তে এক্সজিট ডোর খোলার জন্য টানাটানি করতে শুরু করেন। অন্যান্য যাত্ৰীরা এই দৃশ্য দেখে হইচই শুরু করে দেন। মাঝ আকাশে বাতাসের চাপে দরজাটি খোলেনি। এই যাত্ৰীটির এটাই প্ৰথম বিমানে চাপা। তবে যাত্ৰীটি বিমানের দরজা ফের লক করতে সফল হন। পুলিশ জানাচ্ছে,যাত্ৰীটি অন্যান্য সহযাত্ৰীদের বলেছেন তাঁর ওয়াশরুমে যাওয়াটা জরুরি ছিল এবং সেজন্যই তিনি ভুলবশত এক্সজিট দরজাটি খোলার চেষ্টা করেছেন। পরে অন্যান্য যাত্ৰী এবং বিমানের ক্ৰুরা লোকটিকে এয়ারপোর্ট সিকিউরিটির হাতে তুলে দেন। পুলিশ পরে লোকটির সমস্ত রেকর্ড পরীক্ষা করে বুঝতে পেরেছে লোকটির এটাই প্ৰথম বিমানে চাপা এবং অজ্ঞতাবশত এই ভুল করেছেন। জিজ্ঞাসাবাদের পর লোকটিকে ছেড়ে দেওয়া হয়।