গৌরীসাগরে আসুর হাতিঘুলি শাখার উন্মুক্ত বিহু

গৌরীসাগরে আসুর হাতিঘুলি শাখার উন্মুক্ত বিহু

গৌরীসাগরঃ গত বছরের মতো আসুর হাতিঘুলি আঞ্চলিক শাখা(আরএসইউ)১৫ এপ্ৰিল হাতিঘুলি শিলপুখুরি হাইস্কুলের মাঠে উন্মুক্ত বিহুর আয়োজন করে। আসুর শিবসাগর জেলা কমিটির স্বীকৃত এই সংস্থাটি। জেলার গৌরীসাগর শহরতলিতে রয়েছে এই স্কুলটি। আসুর হাতিঘুলি ছাত্ৰ সংস্থার সভাপতি মেদিনী মোহন নাথ সংগঠনের পতাকা উত্তোলন করে এদিন অনুষ্ঠান কর্মসূচির সূচনা করেন। অভ্যর্থনা কমিটির সভাপতি মুহীকান্ত নাথ উত্তোলন করেন বিহুয়ান। হাতিঘুলি আরএসইউ-র সম্পাদক জীবনজ্যোতি নাথ শহিদ তর্পণ করেন। পরে পিঠে পুলি তৈরি ও অঙ্কন প্ৰতিযোগিতা অনুষ্ঠিত হয়।

এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে হাতিঘুলি আরএসইউ-র উপদেষ্টা গোবিন ফুকন তিনজন শিক্ষাবিদ পদ্ম নাথ,রবিন বরা এবং ডিম্বেশ্বর নাথকে সংবর্ধনা জানান। পরে তিনজন সাংস্কৃতিক কর্মী অকন চুটিয়া,কমলা নেওগ এবং ভূধর তাঁতি এই তিন সাংস্কৃতিক কর্মীকেই সংবর্ধনা দেওয়া হয়। আসুর শিক্ষা সচিব শরৎ হাজরিকা উন্মুক্ত বিহু অনুষ্ঠান উদ্বোধন করেন।

অনুষ্ঠানে শশাঙ্ক নাথের সম্পাদিত ‘বসন্ত বৈভব’ নামে একটি স্মরণিকা উন্মোচন করেন শিবসাগরের জেলাশাসক ড.শুভ্ৰমণি আয়ার লক্ষণন।

logo
Sentinel Assam- Bengali
bengali.sentinelassam.com