Begin typing your search above and press return to search.
‘গৌহাটি’ নাম ফলক নিয়ে হাইকোর্টে জনস্বার্থ মামলা

গুয়াহাটিঃ গুয়াহাটিতে পুরনিগম,বিশ্ববিদ্যালয় ও হাইকোর্টের নাম ফলকে ইংরেজি শব্দ ‘গৌহাটি’ লেখা আছে। এই ফলকটিতে গৌহাটি মুছে ‘গুয়াহাটি’ করার দাবি নিয়ে বিশিষ্ট আইনজীবী তথা লেখক অরূপ বরবরার পেশ করা একটি জনস্বার্থ মামলা সম্পর্কে বুধবার গৌহাটি হাইকোর্টে প্ৰাথমিক শুনানি গ্ৰহণ করা হয়। এরই প্ৰেক্ষিতে হাইকোর্টের ডিভিশন বেঞ্চ রাজ্য ও কেন্দ্ৰ সরকারকে তাদের অবস্থান স্পষ্ট করে দশ সপ্তাহের মধ্যে আদালতে হলফনামা পেশ করার নোটিশ জারি করেছে। সরকারের তরফে জবাব পাওয়ার পরই হাইকোর্ট এই মামলা নিয়ে পরবর্তী শুনানি গ্ৰহণ করবে।
Next Story