Begin typing your search above and press return to search.
ঘরের মাটিতে কলকাতাকে হারালো নর্থ ইস্ট ইউনাইটেড

কলকাতার সল্টলেক স্টেডিয়ামে বৃহস্পতিবার অনুষ্ঠিত ভারতীয় সুপার লিগ(আইএসএল)ফুটবল ম্যাচে ঘরোয়া দল অ্যাথলেটিকো ডি কলকাতাকে ০-১ গোলের ব্যবধানে পরাস্ত করে নর্থ ইস্ট ইউনাইটেড। খেলার অন্তিম লগ্নের ৮৯ মিনিটে রউলিং বরগেস দর্শনীয় গোল করে নর্থ ইস্ট ইউনাইটেডকে এগিয়ে নেওয়ার পাশাপাশি জয় এনে দেন।
অ্যাথলেটিকো ডি কলকাতা সমতা ফেরানোর চেষ্টা জারি রাখে যদিও ততক্ষণে সময় গড়িয়ে যায়। উভয় দলই লড়াকু মেজাজে সুন্দর খেলা প্ৰদর্শন করে দর্শক,অনুরাগীদের মন ভরাতে সক্ষম হয়। আজ রাত ৭-৩০ মিনিটে কোচির জওহরলাল নেহরু স্টেডিয়ামে কেরেলা ব্লাস্টার মুখোমুখি হচ্ছে মুম্বই সিটি দলের।
Next Story