গৃহভূমিতে ফিরে এলেন মিস্টার ওয়র্ল্ড খেতাব জয়ী গোলাপ রাভা। বরঝাড় স্থিত লোকপ্ৰিয় গোপীনাথ বরদলৈ আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছলেন ইউরোপে অনুষ্ঠিত ডব্লিউএফএফ এবং ডব্লিউবিবিএফ প্ৰতিযোগিতায় মিস্টার ওয়র্ল্ড খেতাব জয়ী অসম তনয় গোলাপ। বেশকটি সংগঠন ও অনুরাগীরা বিমানবন্দরে উপস্থিত হয়ে তাঁকে স্বাগত জানান। সম্প্ৰতি ডব্লিউএফএফ এবং ডব্লিউবিবিএফ এই প্ৰতিযোগিতার আয়োজন করেছিল। গত ২১ অক্টোবর ইউরোপের লিথুয়ানিয়ায় অনুষ্ঠিত এই প্ৰতিযোগিতার প্ৰতিটি বিভাগে সাফল্যের সঙ্গে দেহ সৌষ্ঠব প্ৰদর্শন করেন গোলাপ। এরআগে ২০১৭ ও ২০১৮ সালে তিনি মিস্টার ইন্ডিয়া ও মিস্টার এশিয়া খেতাব দখল করে অসমের জন্য গৌরব ফুড়িয়ে আনেন। বকোর কলিয়াবাড়ির বাসিন্দা গোলাপ রাভার নজর এখন মিস্টার ইউনিভার্স খেতাব অর্জনের দিকে।
Begin typing your search above and press return to search.