Begin typing your search above and press return to search.

ঘুষ নেওয়ার অভিযোগে গ্ৰেপ্তার সরকারি কর্মী

ঘুষ নেওয়ার অভিযোগে গ্ৰেপ্তার সরকারি কর্মী

Sentinel Digital DeskBy : Sentinel Digital Desk

  |  9 Aug 2018 4:22 PM GMT

গুয়াহাটিঃ দুর্নীতি বিরোধী ব্যুরো বুধবার আপার ডিভিশন করনিক জগন্নাথ শইকিয়াকে ৩ হাজার টাকা ঘুষ নেওয়ার দায়ে গ্ৰেপ্তার করেছে। ভাস্করজ্যোতি নাথ নামে এক ব্যক্তির কাছ থেকে ঘুষ নিতে গিয়ে ধরা পড়ে যান তিনি। নাথের অবসরপ্ৰাপ্ত বাবার লিভ সেলারির ফাইল ক্লিয়ার করার জন্য শইকিয়া ঘুষ হিসেবে ওই টাকা চেয়েছিলেন।

উল্লেখ্য,নাথের বাবা অবসর নিয়েছেন ২০১১ সালে। অভিযুক্ত ব্যক্তিটি ৬ হাজার টাকা ঘুষ চেয়েছিলেন নাথের কাছে। কিন্তু নাথ এসিবি পিএস-এর শরণাপন্ন হন। শইকিয়া ডেপুটি ইন্সপেক্টর অফ স্কুলস,শোণিতপুর(তেজপুর)কার্যালয়ের কর্মী।

ঘুষ নেওয়ার সময় শইকিয়াকে হাতেনাতে গ্ৰেপ্তার করে দুর্নীতি বিরোধী বিভাগের কর্মীরা। আরও এক অভিযুক্ত দীপক সিংকেও আটক করা হয়েছে। এদের জিজ্ঞাসাবাদ চলছে। ধৃত শইকিয়াকে আজ বিশেষ আদালতে হাজির করানোর কথা আছে।

Next Story