
কলকাতাঃ চণ্ডীগড়-ডিব্ৰুগড় এক্সপ্ৰেসে আগুন লাগায় দুজন যাত্ৰী চলন্ত ট্ৰেন থেকে ঝাঁপ দেওয়ায় দুজনেরই মৃত্যু হয়। পশ্চিমবঙ্গের শিলিগুড়ির কাছে শুক্ৰবার এই ঘটনা ঘটে। চলন্ত ট্ৰেনের কামরায় আগুন লাগার পর ওই দুই যাত্ৰী আতঙ্কে ট্ৰেন থেকে ঝাঁপিয়ে পড়েন।
দলকল বাহিনীর একজন কর্মকর্তা এখবর জানিয়েছেন। বেলা ১১-১৮ মিনিট নাগাদ ডিব্ৰুগড়গামী ট্ৰেনটি চটেরহাট রেলস্টেশনের কাছে পৌছলে ট্ৰেনের ইঞ্জিন থেকে আগুনের সূত্ৰপাত ঘটে। আগুন নিমেষে ছড়িয়ে পড়ায় ইঞ্জিন লাগোয়া কোচগুলির ব্যাপক ক্ষতি হয়। ওই সময় আতঙ্কিত হয়ে দুজন যাত্ৰী চলন্ত ট্ৰেন থেকে ঝাঁপ দেন। ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। তবে ট্ৰেনের অন্য কোনও যাত্ৰী হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি-বলেন তিনি। তবে প্ৰত্যক্ষ দর্শীরা বলেছেন,ট্ৰেনে আগুন লেগেছে ১২-৩৫ মিনিট নাগাদ। বেশকিছু যাত্ৰী এই ঘটনায় আহত হয়েছেন বলে দাবি করেছেন প্ৰত্যক্ষদর্শীরা।