
জয়সাগরঃ সিআইডি বুধবার দুর্নীতির অভিযোগে চরাইদেউ জেলা গ্ৰামোন্নয়ন সংস্থার(সিডিআরডিএ)চিফ অ্যাকাউন্টেন্ট রফিক উদ্দিন আহমেদকে(৫১)গ্ৰেপ্তার করেছে। সিআইডি-র দলটি সোনারির গ্ৰিন ভিউ রেস্টুরেন্ট থেকে রফিক উদ্দিনকে হাতেনাতে গ্ৰেপ্তার করে। আধিকারিকটি ওই হোটেলে মক্কেলদের ডেকে এনে লেনদেন করার অভিযোগ রয়েছে। অভিযুক্ত ব্যক্তিটিকে সিআইডি আজ গুয়াহাটিতে এনে জেরা করবে বলে সূত্ৰটি জানিয়েছে।