
সোনারিঃ উজান অসমের চরাইদেউ জেলার তিমনহাবি টি এস্টেটের ম্যানেজার নুমল চন্দ্ৰ বরুয়া অপহৃত হয়েছেন। সন্দেহভাজন চার আলফা(আই)ক্যাডার মঙ্গলবার সন্ধ্যায় ম্যানেজারকে তাঁর বাড়ি থেকে অপহরণ করে নিয়ে যায় বলে অভিযোগ।
প্ৰাপ্ত রিপোর্ট অনু্যায়ী,চার সন্দেহভাজন আলফা(আই)ক্যাডারের মধ্যে কমপক্ষে তিনজন সেনার পোশাকে রাত ৭-৩৫ বাগান বাংলোতে ঢুকে ম্যানেজারকে তাদের গাড়িতে তুলে নিয়ে যায়। ‘ক্যাডাররা বরুয়াকে তুলে নেওয়ার আগে বলেছে আপনার সঙ্গে আমাদের পুরনো কিছু কাজ চুকোনো বাকি আছে এবং তারা এক প্ৰকারে জোর করেই তাঁকে তাদের সঙ্গে নিয়ে যায়। তারা বরুয়ার মোবাইল হ্যান্ডসেটটি নিয়ে নেয়’-দাবি করেন বরুয়ার পত্নী। ঘটনার সময় বরুয়ার স্ত্ৰী পাশেই ছিলেন। স্বামীর জীবন প্ৰার্থনা করা ছাড়া আর কিছুই তিনি করতে পারেননি। বরুয়ার পত্নী আজ সকালে নিকটবর্তী থানায় গিয়ে ঘটনা সম্পর্কে একটি এফআইআর দাখিল করেন।
সাংবাদিকদের বরুয়ার স্ত্ৰী বলেন,‘আলফা(আই)-র ক্যাডার বলে দাবি করে চার সশস্ত্ৰ জঙ্গি বাড়িতে ঢুকে বাড়ির সব দরজা ও গেট ইত্যাদি লক করে দেয়,যাতে কেউ আসা যাওয়া করতে না পারে। তারা আমাদের বলে বরুয়ার সঙ্গে তাদের কিছু কাজ আছে তাই তাঁকে তাদের সঙ্গে যেতে হবে। আমি তাঁর জীবন ভিক্ষা করে তাঁকে নিরাপদে আমার কাছে ফিরিয়ে দেওয়ার জন্য কেঁদে কেঁদে বলি। অপহারকরা বলে তারা তা করবে এবং এর পরই বরুয়াকে তাদের গাড়িয়ে তুলে নিয়ে যায়’।
আতঙ্কের সুরে বরুয়ার পত্নী বলেন,এর আগে এভাবে কখনও তাঁদের হেনস্তার মুখে পড়তে হয়নি। এখানে উল্লেখ করা যেতে পারে উজান অসমে গত কয়েক সপ্তাহ ধরে এধরনের অপহরণের ঘটনা বেড়ে চলেছে। সম্প্ৰতি তেল শহর ডিগবয়ের জাগুন থেকে সন্দেহভাজন সশস্ত্ৰ জঙ্গিরা এক যুবককে অপহরণ করে।
আনুরূপভাবে গত রবিবার আরুণাচল প্ৰদেশের সতী টি এস্টেটের সুপারভাইজর তথা স্টোরকিপারকে নংতাও এলাকার বামচুক বিল থেকে সন্দেহভাজন সশস্ত্ৰ জঙ্গিরা তুলে নিয়ে যায়।