Begin typing your search above and press return to search.

চলচ্চিত্ৰ নির্মাতা রিমা দাস মোট এক কোটি টাকা অনুদান পাচ্ছেন

চলচ্চিত্ৰ নির্মাতা রিমা দাস মোট এক কোটি টাকা অনুদান পাচ্ছেন

Sentinel Digital DeskBy : Sentinel Digital Desk

  |  29 Sep 2018 12:37 PM GMT

গুয়াহাটিঃ অস্কার-এর জন্য মনোনীত প্ৰথম অসমিয়া ছবি ‘ভিলেজ রকস্টার্স’-এর পরিচালক রিমা দাস ফের ৫০ লক্ষ টাকা অনুদান সাহায্য পাচ্ছেন রাজ্য সরকারের তরফে। মুখ্যমন্ত্ৰী সর্বানন্দ সোনোয়াল শুক্ৰবার একথা ঘোষণা করেন। উল্লেখ্য,এর আগেও রাজ্য সরকার রিমা দাসকে ৫০ লক্ষ টাকা মঞ্জুর করেছিল। তাই এখন সব মিলিয়ে চিত্ৰ নির্মাতা মোট এক কোটি টাকা পাচ্ছেন।

ওদিকে ভিলেজ রকস্টার্স সরকারিভাবে অস্কারের জন্য মনোনীত হওয়ায় সন্তোষ ব্যক্ত করেন রিমা দাস। তাঁর ছবিটির প্ৰতি অকুণ্ঠ সমর্থন জানানোয় তিনি সরকার ও রাজ্যের জনগণকে ধন্যবাদ জানান। রিমা দাস শুক্ৰবার সচিবালয়ে গিয়ে মুখ্যমন্ত্ৰী সোনোয়ালের সঙ্গে সাক্ষাৎ করেন। ছবিটির অসামান্য সাফল্যের জন্য মুখ্যমন্ত্ৰী চিত্ৰ নির্মাতাকে শুভেচ্ছা জানান এবং আশা প্ৰকাশ করেন যে ভিলেজ রকস্টার্স বিশ্ব চলচ্চিত্ৰের মঞ্চ থেকে সম্মানজনক অস্কার কুড়িয়ে আনতে সফল হবে। এই সভায় অর্থমন্ত্ৰী হিমন্তবিশ্ব শর্মা,বাণিজ্যমন্ত্ৰী চন্দ্ৰমোহন পাটোয়ারি,শিক্ষাপ্ৰতিমন্ত্ৰী পল্লবলোচন দাস,অসম রাজ্য ফিল্ম(অর্থ ও উন্নয়ন)নিগম লিমিটেডের চেয়ারম্যান যতীন বরাও উপস্থিত ছিলেন।

Next Story
সংবাদ শিরোনাম