Begin typing your search above and press return to search.

চলতি নিয়োগ প্ৰক্ৰিয়া বাতিল করল ত্ৰিপুরা সরকার

চলতি নিয়োগ প্ৰক্ৰিয়া বাতিল করল ত্ৰিপুরা সরকার

Sentinel Digital DeskBy : Sentinel Digital Desk

  |  22 Aug 2018 12:54 PM GMT

আগরতলাঃ ত্ৰিপুরায় ছয় মাস বয়সী বিজেপি-আইপিএফটি জোট সরকার সব চলতি নিয়োগ প্ৰক্ৰিয়া বাতিল করে দিয়েছে। পূর্বতন বামফ্ৰন্ট সরকার এই নিয়োগ প্ৰক্ৰিয়ার উদ্যোগ নিয়েছিল। একইসঙ্গে বর্তমান জোট সরকার ঘোষণা করেছে যে এখন থেকে সব সরকারি বিভাগে নিয়োগ প্ৰক্ৰিয়া চলবে রাজ্য সরকারের গৃহীত নতুন নিয়োগ নীতির নির্দেশিকা অনুযায়ী। গত ৫ জুন রাজ্য মন্ত্ৰিসভায় এই নতুন নিয়োগ নীতিটি গৃহীত হয়।

সাধারণ প্ৰশাসন(পার্সোনেল ও ট্ৰেনিং)বিভাগের তরফে সোমবার ইস্যু করা এক স্মারকপত্ৰে বলা হয়েছে রাজ্য সরকারের উপযুক্ত কর্তৃপক্ষ সিদ্ধান্ত নিয়েছে যে সরকার নতুন নিয়োগ নীতি অনুমোদন করার প্ৰেক্ষিতে সব নিয়োগ এখন থেকে নতুন নিয়োগ নীতি অনু্যায়ী হবে এবং সংশ্লিষ্ট বিভাগগুলি অথবা টিপিএসসি বর্তমানে যে প্ৰক্ৰিয়া হাতে নিয়েছিল সেগুলি বাতিল করে দেওয়া হয়েছে। তবে ত্ৰিপুরা বিচার বিভাগীয় সেবার গ্ৰেড-৩-র চলতি নিয়োগ প্ৰক্ৰিয়াকে এর থেকে রেহাই দেওয়া হয়েছে,ত্ৰিপুরা হাইকোর্টের পরামর্শের প্ৰেক্ষিতে।

Next Story
সংবাদ শিরোনাম