গুয়াহাটিঃ অসমের বিশিষ্ট শিল্পী ও সংগীত পরিচালক কিশোর গিরি রবিবার তাঁর গুয়াহাটিস্থ খারঘুলির বাড়িতে শেষ নিঃশ্বাস ছাড়েন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল মাত্ৰ ৬৪। বেশকটি অসমিয়া ছবি ও দূরদর্শন ধারাবাহিকে সংগীত পরিচালক হিসেবে কাজ করেছেন তিনি। হাতে গিটার নিয়ে শহরের বিভিন্ন পথের পাশে কিংবা জনাকীর্ণ স্থানে তিনি তাঁর বার্তা জনগণের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করেছেন। তার সঙ্গে দেখা গেছে প্ল্যাকার্ডও। এনআরসি,ব্ৰহ্মপুত্ৰ সহ মানুষের বিভিন্ন ইস্যু নিয়ে বরাবরই তাঁকে ইতিবাচক ভূমিকা নিতে দেখা গেছে। তাঁর পরিবারের তরফে বলা হয়েছে,তিনি মোটামুটি সুস্থই ছিলেন। শনিবার রাতেও তাঁর কোনও শারীরিক সমস্যা ছিল না।
কিশোর গিরির মৃত্যুতে গভীর শোক প্ৰকাশ করে মুখ্যমন্ত্ৰী সর্বানন্দ সোনোয়াল বলেন,প্ৰয়াত শিল্পী বরাবরই মানুষের পাশে দাঁড়িয়েছিলেন। সোনোয়াল বলেন,ড.ভূপেন হাজরিকার পথ অনুসরণ করে কিশোর গিরি সবসময় বলতেন ‘আমাদের প্ৰয়োজন গান,বন্দুক নয়। মুখ্যমন্ত্ৰী শোক প্ৰকাশ করে পরিবারের সদস্যদের প্ৰতি সমবেদনা জানিয়ে বিদেহী আত্মার চিরশান্তি কামনা করেন।