Begin typing your search above and press return to search.

চা উপজাতিদের দেওয়া প্ৰতিশ্ৰুতি রক্ষায় ব্যর্থ দিশপুরঃ করন

চা উপজাতিদের দেওয়া প্ৰতিশ্ৰুতি রক্ষায় ব্যর্থ দিশপুরঃ করন

Sentinel Digital DeskBy : Sentinel Digital Desk

  |  25 March 2019 7:59 AM GMT

গুয়াহাটিঃ অসম প্ৰদেশ কংগ্ৰেস কমিটি(এপিসিসি)বলেছে রাজ্যের চা জনগোষ্ঠীকে উপজাতির মর্যাদা দেওয়ার প্ৰতিশ্ৰুতি রক্ষায় বিজেপি পুরোপুরি ব্যর্থ হয়েছে। রবিবার গুয়াহাটির রাজীব ভবনে আয়োজিত এক অনুষ্ঠানে এপিসিসির উপ-সভাপতি ভগীরথ করন সাংবাদিকদের বলেন,রাজ্যের বিজেপি সরকার চা উপজাতি জনগোষ্ঠীকে জমি দেওয়ার প্ৰতিশ্ৰুতি দিয়েও তা তারা রক্ষা করতে পারেনি। ‘রাজ্যের চা বাগান এলাকায় একশোটি হাইস্কুল গড়ে তোলার প্ৰতিশ্ৰুতি দেওয়া সত্ত্বেও কার্যক্ষেত্ৰে তা রূপায়ণ করেনি সরকার’।

গোলাঘাট ও যোরহাট জেলায় সাম্প্ৰতিক বিষমদ কাণ্ডে ১৫০-এর বেশি লোকের মৃত্যু হওয়ার ঘটনা সম্পর্কে করন বলেন,বিষমদ কাণ্ডে জড়িতদের পনেরো দিনের মধ্যে চিহ্নিত করে শাস্তি দেওয়ার কথা বলেছিল সরকার।কিন্তু বিষমদ কাণ্ডের একমাস পেরিয়ে যাওয়ার পরও দোষীদের একজনকেও গ্ৰেপ্তার করেনি তারা। ‘চা শ্ৰমিকদের দৈনিক মজুরি ৩৫০ টাকা হারে করা হবে বলে বারংবার প্ৰতিশ্ৰুতি দিয়েও বিজেপি নেতৃত্বাধীন দিশপুর সরকার প্ৰতিশ্ৰুতির খেলাপ করে চলেছে’।

নিয়োগ সংক্ৰান্ত বিষয়ে করন বলেন,দিশপুর রাজ্যের দুলক্ষ বেকারকে কর্মসংস্থানের সু্যোগ করে দেবে বলে দাবি করেছিল। কিন্তু বাস্তবে তারা চা উপজাতিদের জন্য ০.৫ শতাংশ কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারেনি-বলেন করন। ‘এভাবেই চা উপজাতিদের বঞ্চনা করে চলেছে সরকার’।

Next Story