চা বোর্ড ধ্বংসের পথে এগোচ্ছে,অভিযোগ অসম প্ৰদেশ কংগ্ৰেসের

চা বোর্ড ধ্বংসের পথে এগোচ্ছে,অভিযোগ অসম প্ৰদেশ কংগ্ৰেসের
Published on

গুয়াহাটিঃ বিজেপি-র আমলে সরকার পরিচালিত রাজ্যের ১৪টি চা বাগান ধ্বংসের মুখে এগিয়ে গেছে।এই সব বাগানের শ্ৰমিকরা বেতন,পানীয় জল,বোনাস ও স্বাস্থ্য রক্ষার সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন।অসম প্ৰদেশ কংগ্ৰেস কমিটির(এপিসিসি)উপসভাপতি ভগীরথ করন এই অভিযোগ করেন।তিনি বলেন,বিজেপি প্ৰতিশ্ৰুতি দিয়েছিল,ছমাসের মধ্যে এই বাগানগুলির উন্নতি সাধনের।করন শুক্ৰবার সাংবাদিকদের বলেন,সরকার বিষয়টি খতিয়ে দেখার জন্য একটি কমিটি গঠন করেছিল।ঢালাও দুর্নীতি,অপশাসন ও অযোগ্য অফিসারদের জন্য চা বোর্ড ধ্বংসের পথে যাচ্ছে-অভিযোগ করেন তিনি।

logo
Sentinel Assam- Bengali
bengali.sentinelassam.com