চিরাঙের গরিব ছাত্ৰীর পড়াশোনার দায়িত্ব নিল এবিএমএসইউ

চিরাঙের গরিব ছাত্ৰীর পড়াশোনার দায়িত্ব নিল এবিএমএসইউ
Published on

বঙাইগাঁওঃ এবিএমএসইউ মাধ্যমিকে ৮১ শতাংশ নম্বর পেয়ে উত্তীর্ণ হাসিনা খাতুন নামে একটি গরিব ছাত্ৰীর শিক্ষার যাবতীয় খরচ বহন করবে। চিরাঙের হাতিপোতা এলাকার বাসিন্দা হানিফ আলির মেয়ে হাসিনা। হানিফ খুব গরিব,মেয়েক পড়ানোর ক্ষমতা নেই। এবিএমএসইউ নেতারা হাসিনার শিক্ষার খরচ বহনের দায়িত্ব নিয়েছেন।

logo
Sentinel Assam- Bengali
bengali.sentinelassam.com