
ডিএমকে সভাপতি এবং তামিলনাডুর পাঁচবারের মুখ্যমন্ত্ৰী প্ৰয়াত এম করুণানিধিকে(মুথুভেল করুণানিধি)আজ বিকেলে চেন্নাইয়ের মেরিনাবিচ বরাবর আন্না মেমোরিয়ালের কাছে সমাধিস্থ করা হবে। মঙ্গলবার সন্ধ্যায় ৯৪ বছর বয়সে চেন্নাইয়ের কাবেরী হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ডিএমকে-র এই প্ৰিয় ও বর্ষীয়ান নেতাকে মেরিনাবিচে সমাধিস্থ করার জন্য মাদ্ৰাজ হাইকোর্টের কার্যনির্বাহী মুখ্য বিচারপতি ইতিমধ্যেই অনুমতি দিয়েছেন।
করুণানিধি এমন একজন নেতা যাঁর অসংখ্য অনুগামী ও শুভানুধ্যায়ী রয়েছেন। গতকাল করুণানিধির মৃত্যুর খবর চাউর হতেই ডিএমকে শিবির ও সমর্থকদের মধ্যে শোকের ছায়া নেমে আসে। ব্যাপক সংখ্যক সমর্থক খবর পেয়েই ছুটে যান কাবেরী হাসপাতালে। ১৯৬৯ এবং ২০১১ সালের মধ্যে তিনি পাঁচবার রাজ্যের মুখ্যমন্ত্ৰীর আসন অলংকৃত করেছেন।
২০ বছর মুখ্যমন্ত্ৰীর দায়িত্ব পালন করেছেন তিনি। বিভিন্ন শ্ৰেণির মানুষের শ্ৰদ্ধা ও ভালবাসা পেয়েছেন। দ্ৰাবিড় আন্দোলনের একজন বিপ্লবী নেতা ছাড়াও লেখক ও সুদক্ষ রাজনীতিক হিসেবে পরিচিত ছিলেন করুণানিধি।
রাষ্ট্ৰপতি রামনাথ কোবিন্দ,প্ৰধানমন্ত্ৰী নরেন্দ্ৰ মোদি,কংগ্ৰেস সভাপতি রাহুল গান্ধী এবং পদস্থ রাজনৈতিক নেতারা প্ৰয়াত করুনানিধির প্ৰতি শ্ৰদ্ধা জানিয়েছেন।