বকোঃ ছয়গাঁওয়ের বিধায়ক রেকিবুদ্দিন আহমেদ জারুয়াগাঁওয়ে একটি নিম্ন প্ৰাথমিক বিদ্যালয় ভবনের শিলান্যাস করেন সম্প্ৰতি। এই স্কুল বাড়িটি সমতলীয় উপজাতি এলাকা অনগ্ৰসর পিপলস ডেভেলপমেন্ট ফান্ডের ২৫ লক্ষ টাকায় নির্মাণ করা হবে।
Begin typing your search above and press return to search.