গুয়াহাটিঃ ছয়জন অতিরিক্ত বিচারপতি গৌহাটি হাইকোর্টের বিচারপতি হিসেবে শপথ নিয়েছেন। সোমবার গৌহাটি হাইকোর্ট চত্বরে আয়োজিত এক অনুষ্ঠানে মুখ্য বিচারপতি এ এস বোপান্না তাঁদের গোপনীয়তা রক্ষার শপথ বাক্য পাঠ করান। নতুন যে ছয়জন বিচারপতি শপথ নিয়েছেন তাঁরা হলেন-বিচারপতি মানস রঞ্জন পাঠক,অচিন্ত্য মল্ল বুজরবরুয়া,কল্যাণ রাই সুরানা,প্ৰশান্ত কুমার ডেকা,নেলসন সাইলো এবং বিচারপতি অজিত বরঠাকুর। শপথগ্ৰহণ অনুষ্ঠানে গৌহাটি হাইকোর্টের বরিষ্ঠ ও অন্যান্য আইনজীবীরা উপস্থিত ছিলেন।
ছয়জন অতিরিক্ত বিচারপতি গৌহাটি হাইকোর্টের বিচারপতি হিসেবে শপথ নিলেন

Next Story