ছয়জন অতিরিক্ত বিচারপতি গৌহাটি হাইকোর্টের বিচারপতি হিসেবে শপথ নিলেন

ছয়জন অতিরিক্ত বিচারপতি গৌহাটি হাইকোর্টের বিচারপতি হিসেবে শপথ নিলেন
Published on

গুয়াহাটিঃ ছয়জন অতিরিক্ত বিচারপতি গৌহাটি হাইকোর্টের বিচারপতি হিসেবে শপথ নিয়েছেন। সোমবার গৌহাটি হাইকোর্ট চত্বরে আয়োজিত এক অনুষ্ঠানে মুখ্য বিচারপতি এ এস বোপান্না তাঁদের গোপনীয়তা রক্ষার শপথ বাক্য পাঠ করান। নতুন যে ছয়জন বিচারপতি শপথ নিয়েছেন তাঁরা হলেন-বিচারপতি মানস রঞ্জন পাঠক,অচিন্ত্য মল্ল বুজরবরুয়া,কল্যাণ রাই সুরানা,প্ৰশান্ত কুমার ডেকা,নেলসন সাইলো এবং বিচারপতি অজিত বরঠাকুর। শপথগ্ৰহণ অনুষ্ঠানে গৌহাটি হাইকোর্টের বরিষ্ঠ ও অন্যান্য আইনজীবীরা উপস্থিত ছিলেন।

logo
Sentinel Assam- Bengali
bengali.sentinelassam.com