ছয় বছরের ডেরেক সি লালচানহিমাকে পেটার বিশেষ সম্মান

ছয় বছরের ডেরেক সি লালচানহিমাকে পেটার বিশেষ সম্মান
Published on

গুয়াহাটিঃ মিজোরামের ৬ বছরের শিশু ডেরেক সি লালচানহিমাকে পুরস্কৃত করেছে পেটা(পিইটিএ)অর্থাৎ পিপলস ফর দ্য এথিক্যাল ট্ৰিটমেন্ট অ্যানিমেলস। শিশুটি জীবজন্তুর প্ৰতি মানবিকতা প্ৰদর্শন করার জন্যই তাকে সম্মানিত করে পেটা। চলতি বছরের ৪ এপ্ৰিল মিজোরামের এই খুদে শিশু ডেরেকের সাইকেল একটি কুকুর শাবককে ধাক্কা মারে। ডেরেক আহত কুকুর শাবককে নিয়ে হাসপাতালে গিয়েছিল। লক্ষ্যণীয় বিষয় হলো,হাতে মাত্ৰ ১০ টাকা নিয়ে ডাক্তারের কাছে গিয়েছিল ডেরেক।

এদিকে ঘটনাটি সোসিয়েল মিডিয়ায় চাউর হওয়ার পর ডেরেকের ছবিটি বিশ্বজুড়ে চর্চার বিষয় হয়ে দাঁড়ায়। তাঁর ছবিটি লাভ করেছিল প্ৰায় ৭৮০০০ শেয়ার এবং ১০০০০ কমেণ্ট। এরপরই পেটা শিশু ডেরেককে পুরস্কৃত করে।

logo
Sentinel Assam- Bengali
bengali.sentinelassam.com