জঙ্গি গোষ্ঠীগুলির সঙ্গে অসমের কিছু যুবক ঘনিষ্ঠ যোগাযোগ রাখছেঃ অসম পুলিশ

গুয়াহাটিঃ উত্তরপ্ৰদেশের কানপুরে অসমের হোজাই জেলার এক হিজবুল জঙ্গি ধরার পর অসম পুলিশ বলেছে,রাজ্যের কিছু যুবক কুখ্যাত জঙ্গি সংগঠনগুলির সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ রক্ষা করে চলেছে। রাজ্য পুলিশের স্পেশাল ডিরেক্টর জেনারেল(এসবি)পল্লব ভট্টাচার্য সেন্টিনেলকে বলেন,‘বেশকটি মৌলবাদী গোষ্ঠী অসমে সক্ৰিয় কার্যকলাপ চালানোর নিশ্চিত কিছু তথ্য পুলিশের হাতে এসেছে,২০১৪-র ২ অক্টোবর বর্ধমান বিস্ফোরণের পরই। অসমে জামাত-উল-মুজাহিদিন বাংলাদেশ(জেএমবি)সক্ৰিয় থাকার কিছু নমুনা আমরা সংগ্ৰহ করেছি’। তিনি বলেন,‘রাজ্যের কিছু যুবক গত বছর খানেক ধরে এই ধরনের বিভিন্ন জঙ্গি গোষ্ঠীর সঙ্গে সম্পর্ক রেখে চলছে। শীঘ্ৰই এই সব যুবকদের ধরতে আমরা বিশেষজ্ঞদের কাজে লাগিয়েছি’।
উত্তরপ্ৰদেশ পুলিশের সন্ত্ৰাস বিরোধী স্কোয়াড(এটিএস)কামরুজ জামান নামে এক জঙ্গিকে গ্ৰেপ্তার করার পরই অসম পুলিশ নিরাপত্তা সংক্ৰান্ত বিষয় নিয়ে নড়েচড়ে বসে। অন্যদিকে বৃহস্পতিবার রাতে রাজ্য পুলিশ হোজাইয়ের নীলবাগান এলাকা থেকে মহম্মদ শাহনওয়াজ আলম নামে এক যুবককে আটক করে হিজবুল মুজাহিদিনের লিংকম্যান অভিযোগে। পুলিশি জেরার মুখে আলম স্বীকার করেছে কামরুজ জামানের সঙ্গে তার নিয়মিত যোগাযোগের কথা। গত ১০ আগস্ট সে কামরুজকে সিম কার্ড সহ একটি মোবাইল ফোন ও গোপনে অন্যান্য সাহায্য দেওয়ার কথাও কবুল করেছে। এব্যাপারে একটি মামলা নথিভুক্ত করেছে পুলিশ।