জটিল রোগে আক্ৰান্ত শিশুদের জন্য নিখরচায় চিকিৎসাঃ হিমন্ত

জটিল রোগে আক্ৰান্ত শিশুদের জন্য নিখরচায় চিকিৎসাঃ হিমন্ত
Published on

গুয়াহাটিঃ জটিল রোগে আক্ৰান্ত ১৪ বছরের কম বয়সী শিশু,কিশোরদের বিনামূল্যে চিলিৎসার ব্যবস্থা করতে রাজ্য সরকার শীঘ্ৰই একটা উচ্চাশামূলক স্বাস্থ্যসুরক্ষা প্ৰকল্প চালু করবে। সোমবার খানাপাড়ায় রাজ্যে ১৯টি ক্যান্সার হাসপাতাল স্থাপনের শিলান্যাস ও ভূমিপূজা উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এই নতুন স্বাস্থ্য সুরক্ষা প্ৰকল্পের কথা ঘোষণা করেন স্বাস্থ্যমন্ত্ৰী হিমন্তবিশ্ব শর্মা। তিনি বলেন,লিভার,কিডনি প্ৰতিস্থাপন ও অন্যান্য জটিল রোগে আক্ৰান্ত শিশুদের চিকিৎসার যাবতীয় খরচ সরকার বহন করবে।

logo
Sentinel Assam- Bengali
bengali.sentinelassam.com